রাজ্যের আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে নবান্নের উদ্যোগে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল। নবান্নের কাছে ডিজি কন্ট্রোল রুমে এই সেল থেকে সরাসরি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা যাবে। লক্ষ্য, রাজ্যের যে কোনও জায়গায় ঘটে যাওয়া অপরাধ বা অশান্তির দ্রুত সমাধান করা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই এই বিশেষ মনিটরিং সেল চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনও ঘটনার তদন্তে জেলা পুলিশের সিসিটিভি ফুটেজের উপর নির্ভর করতে হয়। কিন্তু এবার সরাসরি নবান্ন থেকেই রাজ্যের সব এলাকার নজরদারি সম্ভব হবে। এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। বিশেষ ঘর তৈরির কাজ শুরু করেছে ওয়েবেল-সহ তিনটি সংস্থা। এক পদস্থ পুলিশ কর্মকর্তা জানান, “এবার চুরি-ডাকাতি বা যে কোনও অপরাধের ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ আরও সহজ হবে। এটি আইনশৃঙ্খলার ক্ষেত্রে বড় পদক্ষেপ।”
তবে কিছু বাধাও রয়েছে। অনেক গ্রামীণ এলাকায় সিসি ক্যামেরা এখনও লাগানো হয়নি। আবার, অনেক জায়গার ক্যামেরাগুলি নষ্ট হয়ে আছে। কাজ সম্পূর্ণ করতে আগে এসব সমস্যার সমাধান প্রয়োজন। নবান্ন ইতিমধ্যেই কোথায় সিসিটিভি ক্যামেরার অভাব বা কোনগুলো নষ্ট, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। এই বিশেষ মনিটরিং সেল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।