বুধবারেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক সারবে এই বেঞ্চ। এছাড়া বৈঠক করা হবে রাজনৈতিক দলের প্রতিনিধিদলের সঙ্গে ও জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও।
জানা গিয়েছে, আগামীকাল দুপুর বেলা কলকাতায় আসছে কমিশনের ফুল বেঞ্চ। গুয়াহাটি থেকে উড়ে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের বাকি শীর্ষ আধিকারিকরা। বিমানবন্দর থেকেই সরাসরি তাঁরা ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করতে বৈঠকস্থলে পৌঁছবেন।
পরের দিন অর্থাত্ বৃহস্পতিবারও থাকছে দুটি বৈঠক। সকালে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। বিকেলে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের আধিকারিকদের।