More
    Homeপশ্চিমবঙ্গরাজ্যে দৈনিক ৩০ লক্ষ ডিম আনতে হয় বাইরে থেকে, পোলট্রি করার পরামর্শ...

    রাজ্যে দৈনিক ৩০ লক্ষ ডিম আনতে হয় বাইরে থেকে, পোলট্রি করার পরামর্শ মুখ্যমন্ত্রীর

    রাজ্যে প্রতিদিন যা ডিমের চাহিদা তা সবটা রাজ্যে উত্‍পাদিত ডিম দিয়ে মেটে না। দৈনিক তিরিশ লক্ষ ডিম আনতে হয় বাইরের রাজ্য থেকে। তাই পানাগড়ের সরকারি কর্মসূচি থেকে আরও বেশি বেশি করে পোলট্রি করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

    রাজ্যে দৈনিক ৩০ লক্ষ ডিম আনতে হয় বাইরে থেকে, পোলট্রি করার পরামর্শ মুখ্যমন্ত্রীর

    Read more-টানা বৃষ্টির ফলে অসমে বন্যার কবলে প্রায় ৩ লক্ষ ৬৩ হাজার মানুষ

    বুধবার মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন মুরগির পোলট্রি, হাঁসের পোলট্রিও শিল্প। এগুলো করুন। বেশি করে মাছ তৈরি করুন। সরকার কিন্তু অনেক টাকা ভর্তুকি দিচ্ছে। মঞ্চে থাকা আধিকারিকদের উদ্দেশে মমতা জানতে চান, রাজ্যের দৈনিক ডিমের চাহিদা কত? তা মেটাতে বাইরে থেকে কত ডিম দৈনিক বাইরে থেকে আনতে হয়? জবাবে এক আধিকারিক বলেন, দৈনিক ৩০ লক্ষ ডিম বাইরে থেকে আসে বাংলায়। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘বুঝুন তাহলে! ৩০ লক্ষ ডিম বাইরে থেকে আনতে হচ্ছে! এটাতো আমরা এখানেই করতে পারি। অনেক মানুষের কাজ হবে।’ জেলার শিল্পপতিদের বিভিন্ন সংগঠনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইট, কাঠ পাথর ছেড়ে গ্রামে গিয়ে ছোট শিল্পে জোর দিন। শুধু ইট, কাঠ, পাথর ভাবলেই হবে না।’ অনেকের মতে, জেলার বিভিন্ন বাণিজ্য সংস্থায় রিয়েল এস্টেটের কারবারের প্রতিই ঝোঁক দেখানো উদ্যোগপতিরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments