More
    HomeUncategorizedরাজ্যে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২১-এর সূচি, ১৫ জুন থেকে একই সঙ্গে...

    রাজ্যে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২১-এর সূচি, ১৫ জুন থেকে একই সঙ্গে চলবে একাদশের পরীক্ষা

    ঘোষিত হল উচ্চ মাধ্যমিক ২০২১-এর সূচি। বৃহস্পতিবার সূচি প্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সূচি অনুসারে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত।

    তবে উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা আগেভাগে সেরে ফেলতে চাইছে সংসদ। জানা গিয়েছে ১০ মার্চ থেকে শুরু হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষা। চলবে ৩০ মার্চ পর্যন্ত। ২০ এপ্রিলের মধ্যে তার ফল বোর্ডে জমা দিতে হবে স্কুলগুলিকে।

    উচ্চ মাধ্যমিকের সঙ্গেই ১৫ জুন থেকে শুরু হবে একাদশের বার্ষিক পরীক্ষা। ৩ জুলাই পর্যন্ত চলবে সেই পরীক্ষা। এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ছিলেন করোনা পরিস্থিতি ও বিধানসভা নির্বাচনের জন্য ১ জুন থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক শেষ হলে হবে উচ্চ মাধ্যমিক। এদিন উচ্চ মাধ্যমিকের সূচি প্রকাশিত হলেও মাধ্যমিকের সূচি এখনো প্রকাশ করেনি মধ্যশিক্ষা পর্ষদ।

    উচ্চ মাধ্যমিকের সূচি

    ১৫ জুন- প্রথম ভাষা (বাংলা, হিন্দি, নেপালি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি)

    ১৭ জুন-দ্বিতীয় ভাষা (ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি, অলটারনেটিভ ইংরেজি)

    ১৮ জুন- ভোকেশনাল বিষয়

    ১৯ জুন- বায়োলজি, বিজনেস স্টাডি, রাষ্ট্রবিজ্ঞান

    ২১ জুন- গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস

    ২২ জুন- কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস, শারীরশিক্ষা, সংগীত, ভিজুয়াল আর্টস

    ২৪ জুন- দর্শন, সমাজবিদ্যা, কর্মাসিয়াল ল ও প্রিলিমিনারি অডিট

    ২৬ জুন- পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি

    ২৮ জুন- রসায়ন, সাংবাদিকতা, অর্থনীতি, সংস্কৃত, পার্সি, আরবি ও ফরাসি

    ৩০ জুন- স্ট্যাটেস্টিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট

     

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments