More
    Homeখবররাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫ লাখ, উদ্বেগ বাড়াচ্ছে উত্তরবঙ্গ

    রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫ লাখ, উদ্বেগ বাড়াচ্ছে উত্তরবঙ্গ

    পশ্চিমবঙ্গে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ছড়াল ৫ লাখ। এ পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ২ হাজার ৮৪০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৭০ হাজার ২২৩ জন। বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে সমানে সমানে চলছে দৈনিক সংক্রমণ ও সুস্থতার সংখ্যা। রবিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৪৩ জন আর সেরে উঠেছেন ৩১৬৭ জন করোনা রোগী। এদিন সুস্থতার হার ছিল ৯৩.‌৫১ শতাংশ।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। তার মধ্যে ১৫ জনই উত্তর ২৪ পরগনার বাসিন্দা আর ১০ জন থাকতেন কলকাতায়। এ পর্যন্ত রাজ্যে মোট ৮ হাজার ৭২৩ জনের মৃত্যু হল এই মারণ ভাইরাসে।

    দৈনিক সংক্রমণের নিরিখে আগের তুলনায় কিছুটা ভাল অবস্থা উত্তর ২৪ পরগনা জেলার। রবিবার উত্তর ২৪ পরগনায় ৭৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর কলকাতায় সেই সংখ্যা ৮১৮। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় সুস্থ হয়ে উঠেছেন ৭৪৬ জন আর কলকাতায় করোনাকে জয় করেছেন ৭৬৫ জন শহরবাসী। ওদিকে, উত্তরবঙ্গে চিন্তার ভাঁজ ফেলছে দার্জিলিং। এদিন ওই জেলার ১৫১ জন মারন ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর সেরে উঠেছেন ১৭৬ জন। দক্ষিণবঙ্গে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় বাড়ছে সংক্রমণ।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments