Wednesday, October 4, 2023
Homeরাজ্যরাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা, প্রস্তুতি বৈঠক বিজেপির

রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা, প্রস্তুতি বৈঠক বিজেপির

৮ এবং ৯ ডিসেম্বর দুদিনের রাজ্য সফরে আসছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সেই সফরের প্রস্তুতি নিয়ে শুক্রবার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হল। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, বিজেপি নেতা সব্যসাচী দত্ত প্রমুখ।

জানা গিয়েছে বিজেপি সভাপতি রাজ্যে এসে দুটি সাংগঠনিক বৈঠক করবেন। মূলত দক্ষিণবঙ্গের সংগঠনকে কিভাবে ঢেলে সাজানো যায় বিধানসভা নির্বাচনের আগে, সেই লক্ষ্যেই বৈঠক দুটি করা হবে। একটি বৈঠক হবে দক্ষিণ ২৪পরগনার ডায়মন্ড হারবারে। অন্য বৈঠকটি হবে কলকাতায়। সেই সঙ্গে এটাও জানা গিয়েছে যে, সম্ভবত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপি সভাপতি একটি সভা করবেন।

বিজেপি সভাপতির রাজ্য সফরে যাতে প্রস্তুতির কোনো ফাঁক না থাকে সে কারণেই এদিন বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল হেস্টিংস এর কার্যালয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments