Friday, June 9, 2023
Homeপশ্চিমবঙ্গরাজ্য সরকারের কৃষি আইন বিরোধী প্রস্তাব ঘিরে উত্তাল বিধানসভা, উঠল 'জয় শ্রীরাম'...

রাজ্য সরকারের কৃষি আইন বিরোধী প্রস্তাব ঘিরে উত্তাল বিধানসভা, উঠল ‘জয় শ্রীরাম’ ধ্বনি

রাজ্য সরকারের কৃষি আইন বিরোধী প্রস্তাব ঘিরে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। তৃণমূল ছেড়ে বিজেপি–তে যাওয়া বিধায়করাও বিক্ষোভ দেখান। এই প্রস্তাবের প্রতিবাদে এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। বেরনোর সময় তাঁরা প্রতিবাদে ‘‌জয় শ্রী রাম’‌ স্লোগানও দেন। পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘তুই–তাকারি’‌ করার অভিযোগ এনেছেন বিজেপি বিধায়করা।

এদিন অধিবেশনে কেন্দ্রের ‘‌বিতর্কিত’‌ কৃষি আইনের বিরুদ্ধে একটি প্রস্তাব গ্রহণ করার সময়ই অশান্তির ঘটনা ঘটে পশ্চিমবঙ্গ বিধানসভায়। এ ব্যাপারে আলোচনার শুরুতেই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে ওঠেন, তখনই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। আওয়াজ তোলেন তৃণমূল, কংগ্রেস থেকে সদ্য বিজেপি–তে যাওয়া বিধায়করাও। তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। মুখ্যমন্ত্রীর ভাষণে বাধা দিয়ে তাঁরা দাবি তোলেন, এই প্রস্তাব এই বিধানসভায় গ্রহণ করা যাবে না। অধিবেশন চলাকালীন দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়ে এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। তাঁদের মুখে তখন ‘‌জয় শ্রী রাম’ স্লোগান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments