Tuesday, May 30, 2023
HomeUncategorizedরাতভর পার্টি আমির শাহরুখের সালমানের বাড়িতে! কি জল্পনা করছেন তিন খান মিলে?

রাতভর পার্টি আমির শাহরুখের সালমানের বাড়িতে! কি জল্পনা করছেন তিন খান মিলে?

এক ঘরে দেখা মিলল তিন খানের। বলিউডের সর গোল পড়ে গিয়েছে তিন খানের ভোর চারটি অব্দি বসে পার্টি করার খবর আসা মাত্রই। সূত্রের মারফত খবর পাওয়া গিয়েছে কিছুদিন আগে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিন খানের আসর বসেছিল।

শুধু তাই নয় সন্ধ্যে হতেই আমির খান তার শুটিং ছেড়ে তাড়াহুড়ো করে সালমানের বাড়িতে হাজির হন। আর আমিরের সঙ্গে যোগ দেন শুটিং ছেড়ে সালমান এবং শাহরুখও। এই তিন খানের পার্টি করা কি কারণ? এমনিতেও বলিপাড়ায় গুঞ্জন আমির খান এবং ফাতিমা সানা শেখের বিয়ে নিয়ে। তাই অনেকে মনে করছেন আমির খানের তৃতীয় বিয়ের আগে তিন খান ব্যাচেলর্স পার্টি সেরেছেন।

তবে সূত্র মারফত জানা গিয়েছে এই পার্টি ছিল সম্পূর্ণই নির্ভেজাল। লাল সিং চড্ডা ছবিটি ব্লক হওয়ার পরে আমির খান যেভাবে ক্যামেরার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, তাকে আবার ফিরিয়ে আনার জন্যই বাকি দুই খানের অনুরোধ। তবে অনেকেই মনে করছেন এই বৈঠকের নিপথ্যে রয়েছে অন্য কারণ তিন খান তিনজনে মিলে একটা বড় প্রজেক্ট করতে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments