রাতের কলকাতার রাস্তায় দুষ্কৃতী হামলা। সাহায্যের নাম করে ছিনতাই, বাধা দেওয়ায় আক্রান্ত ছাত্রী। ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। তবুও রাতের কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে খবর, দশম শ্রেণির এক ছাত্রী, তার মায়ের সঙ্গে স্কুটিতে চেপে টিউশন সেরে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ আইটিআইয়ের কাছে, তাদের স্কুটার খারাপ হয়ে যায়। মা ও মেয়ে স্কুটার ঠেলে নিয়ে যাচ্ছিলেন।
অভিযোগ, সেই সময় সাহায্যের নাম করে এগিয়ে আসে দুই যুবক। কোনও সাহায্যের প্রয়োজন নেই বলে জানিয়েছিল মা ও মেয়ে। তাস্বত্বেও তারা সাহায্যে এগিয়ে আসে, তাদের পিছু নেয়। কিছুদূর যাওয়ার পর ছাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছাত্রীকে মারধর করে ব্যাগটি নিয়ে মোটরবাইকে চেপে চম্পট দেয় দুস্কৃতীরা।
কিন্তু ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে সেই রাতেই অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। ধৃতরা হল, শেখ ফরদিন আলি(২১) ও শেখ ইমরান আলি(২২)। উদ্ধার হয়েছে ছিনতাই যাওয়া ব্যাগ। এদিকে ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।