More
  Homeকলকাতারাতের শহরে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় ১ সাংবাদিকের মৃত্যু, ICU-তে ভর্তি সাংবাদিক ময়ূখ...

  রাতের শহরে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় ১ সাংবাদিকের মৃত্যু, ICU-তে ভর্তি সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

  বাইক দুর্ঘটনায় ১ সাংবাদিরকর্মীর মৃত্যু হয়েছে। অন্যজন গুরুতর আহত। তাঁকে আইসিইউ-তে ভরতি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে লর্ডস মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই সাংবাদিকের নাম সোহম মল্লিক। আহত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ।

  রাতের শহরে ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে বাইক নিয়ে ফিরছিলেন ওই দুই সাংবাদিক। তখনই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, সম্ভবত গাছের সঙ্গে ধাক্কা মারে তাঁদের বাইকটি। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান দু’জনই। একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কয়েকজন কর্মীর নজরে আসে সেই ঘটনা। তাঁরা সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই দুই সাংবাদিককে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিত্‍সকরা এক সাংবাদিক সোহমেরর মৃত্যু হয়েছে বলে ঘোষণা জানিয়ে দেন। অন্যজন অর্থাত্‍ ময়ূখরঞ্জনকেকে SSKM-এর সিসিইউতে রাখা হয়।

  মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী ময়ূখের অবস্থা আশঙ্কাজনক। তাঁর একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিত্‍সকরা। সূত্রের খবর, গতকাল রাতে ময়ূখের বাড়িতে গিয়েছিলেন সোহম। রাতে ময়ূখের বাড়িতেই থাকার কথা ছিল। এরপর রাত সাড়ে ১১টা নাগাদ ইমন কল্যাণ লাহিড়ি নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বাড়িতে যায় ময়ূখ আর সোহম। ফেরার পথে রাত সাড়ে ৩টে -৪টে নাগাদ ঘটনাটি ঘটে বলরাম মিষ্টান্ন ভান্ডারের সামনে।

  সদ্য নতুন চাকরিতে যোগ দিয়েছিল দু-জনই। সাংবাদিক মহলে ময়ূখ রঞ্জন বেশ পরিচিত মুখ। তাঁর লেখায় বরাবর মুগ্ধ হয়েছেন তামাম নেট দুনিয়া। সদ্য শহরে ফিরেছিলেন ময়ূখ।সোহমও দীর্ঘদিন কাজ করছেন এই পেশায়। দুর্ঘটনার খবরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া সাংবাদিক মহলে।

  RELATED ARTICLES

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  - Advertisment -

  Most Popular

  Recent Comments