More
    Homeখবর‘রাত দখল’ কর্মসূচিতে তৃণমূলের হামলা, মামলা দায়েরের আর্জি হাই কোর্টে, দেওয়া হল...

    ‘রাত দখল’ কর্মসূচিতে তৃণমূলের হামলা, মামলা দায়েরের আর্জি হাই কোর্টে, দেওয়া হল অনুমতি

    আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে টালিগঞ্জে গত ১ অক্টোবর ‘রাত দখল’ কর্মসূচিতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছিল। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বৃহস্পতিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামিম আহমেদ। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শুক্রবার ওই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

     

    অভিযোগ তৃণমূল কাউন্সিলরের মদতেই ওই কর্মসূচিতে হামলা চালায় দুষ্কৃতীরা। এমনকি মহিলাদের মারধর করারও অভিযোগ রয়েছে। ওই ঘটনায় পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলেও দাবি করেছেন ওই আইনজীবী। আর জি কর মেডিক্যাল কলেজে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে কলকাতার বিভিন্ন প্রান্তেই প্রতিবাদ মিছিল হয়। তেমনই টালিগঞ্জের করুণাময়ী এলাকাতেও একটি মিছিল হয়। অভিযোগ সেখানে অতর্কিত হামলা করেন ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূর এবং তাঁর লোকজন। আগাম অনুমতি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি চালাচ্ছিলেন তাঁরা। কিন্তু ওই কর্মসূচি চলাকালীন যখন হামলা হয় সেইসময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ আন্দোলনকারীদের। কাউন্সিলর অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা দাবি করেন, তাঁদের মারধর এবং গালিগালাজ করেছেন আন্দোলনকারীরাই। এই নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments