রাত ২টোয় প্রথম শো হাউসফুল! মুক্তির আগে নজির গড়ল দেবের ‘খাদান’! কাক ভোরে ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ছবির শোয়ের উদাহরণ কম নেই। কিন্তু সেই দৌড়ে বাংলা ছবি এই প্রথম যার ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ একেবারে মধ্যরাতে। আর সেটাও হাউসফুল! উল্লেখ্য, সম্প্রতি দেব আক্ষেপ করে জানিয়েছিলেন অন্য ভাষার ছবির জন্য তাঁর ছবি ‘খাদান’ রাজ্যে যথেষ্ট হল পাচ্ছে না। তবে সেসব এখন অতীত! শুক্রবার মুক্তি পেতে চলেছে চারটি বাংলা ছবি। ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’ এবং ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’। এর মধ্যেই অগ্রিম টিকিট বুকিংয়ে নজরকাড়া সাফল্যে বেজায় খুশি ‘খাদান’ ছবির নির্মাতারা।