Wednesday, June 7, 2023
HomeUncategorizedরাধিকার এই সংকটময় অবস্থায় পোখরাজকে পাশে থাকার অনুরোধ রঞ্জাবতীর!

রাধিকার এই সংকটময় অবস্থায় পোখরাজকে পাশে থাকার অনুরোধ রঞ্জাবতীর!

স্টার জলসা অন্যতম এক সিরিয়াল হল এক্কাদোক্কা। বর্তমান যুগে দাড়িয়ে ধারাবাহিক গুলি সম্পূর্ণ নির্ভর করে টিআরপির ওপরে। ডক্টর অনির্বাণ গুহ রাধিকাকে ভেবেছে যে সে প্রেগনেন্ট তাই তার মনে হয়েছে যে রাধিকা তাকে ঠকাচ্ছে।

ডক্টর অনির্বাণ গুহ যখন আসল সত্যিটা জানতে পারল তখন সেই নিজেই পৌঁছে গিয়েছে হসপিটালে রাধিকার কাছে যাওয়ার জন্য কিন্তু রাধিকার বাবা-মা এবং পিসি কিছুতেই তাকে যেতে দিচ্ছে না। বাবা তাকে জিজ্ঞাসা করে সে কোন অধিকারে যাবে। সেই হসপিটালে ডাক্তার এসে বলে সে এখন কাউকেই যেতে অনুমতি দেবে না।

পোখরাজ এবং রঞ্জাবতীর রিসেপশনের অনুষ্ঠান হচ্ছে। আর সেখানে পোখরাজের বাবা হন্তদন্ত হয়ে ছুটে এসে পোখরাজকে সমস্ত ঘটনাটা জানায়। এইটা শুনে পোখরাজ এবং রঞ্জাবতী দুজনেই বেশ উতলা হয়ে উঠেছে।তারা চায় এই সময় পাশে থাকতে।পোখরাজ এখন নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments