More
    Homeপশ্চিমবঙ্গরায়গঞ্জে পুলিশের জালে নকল সরকারি নথি তৈরির চক্র, গ্রেফতার ১

    রায়গঞ্জে পুলিশের জালে নকল সরকারি নথি তৈরির চক্র, গ্রেফতার ১

    রাজ্য জুড়ে যখন জালিয়াত চক্র নিয়ে শোরগোল পড়ে গিয়েছে, সেই সময়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলায় জাল আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট তৈরি করার এক চক্র ধরা পড়লো। সরকারি আধিকারিকদের নামে জাল রাবার স্ট্যাম্প দিয়ে সেই সব ভুয়ো আধার কার্ড, বার্থ সার্টিফিকেট সহ সরকারি নথি জালিয়াতি করে এখন পুলিশের জালে ফেঁসেছে এক যুবক। ক’দিন আগেই জেলার হেমতাবাদ এলাকায় ধরা পড়েছিল এরকমই এক চক্র। এর পরে রায়গঞ্জেও ফাঁস হল এই ধরনেরই এক চক্র। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অঙ্কুর মন্ডল। অঙ্কুরের রায়গঞ্জ থানার রূপাহার এলাকায় একটি ইন্টারনেট ও জেরক্সের দোকান চালায়। সেখান থেকেই দীর্ঘদিন ধরে সে এই জাল আধারকার্ড, বার্থ সার্টিফিকেট ও অন্যান্ন নথি অবৈধভাবে তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ। রূপাহার সংলগ্ন জয়নগর এলাকার বাসিন্দা বছর ২৬ এর ওই যুবককে মঙ্গলবার হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ৪২০/৪৬৮/৪৭১/৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন অঙ্কুরকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে তাকে ৩ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার হেমতাবাদে যে জাল চক্রের সন্ধান মিলেছিল সেখানেও একজনকে পুলিশ গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করেই অঙ্কুরের সন্ধান মেলে। তার জেরেই রায়গঞ্জের ওই তথ্যমিত্র কেন্দ্রে হানা দেয় পুলিশ। সেই সময়েই তার কাছ থেকে রায়গঞ্জের বিডিও, ব্লক ভুমি সংস্কার আধিকারিকের ভুয়ো রাবার স্ট্যাম্পও উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের দাবী, সরকারিভাবে আধার কার্ড তৈরি বা সংশোধনের কোনও বৈধ লাইসেন্স নেই অঙ্কুরের কাছে। পাশাপাশি গ্রামের নিরক্ষর মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে তাঁদের আধার কার্ড নিয়ে বিভিন্ন ব্যাঙ্কের টাকা লেনদেনেও করত ওই যুবক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments