More
    Homeবিনোদনরিল লাইফের পাশাপাশি বাস্তব জীবনেও কি মন দিলেন একে অপরকে?

    রিল লাইফের পাশাপাশি বাস্তব জীবনেও কি মন দিলেন একে অপরকে?

    “আমরা একে অপরকে ভালোবাসি…”, সুমন দে-কে পাশে নিয়ে অকপটেই স্বীকার আরাত্রিকা মাইতির। আড্ডাতেই কি অভিনেতার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন পর্দার ‘রাইপূর্ণা’? ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের হাত ধরে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন ধারাবাহিকের ‘রাই’ এবং ‘সুমন’। সেই সঙ্গে চর্চায় এসেছে তারকাজুটির সম্পর্কের সমীকরণও। তাঁদের অফস্ক্রিন খুনসুটিও খুব একটা নজর এড়িয়ে যায়নি ভক্তদের। রিল লাইফের পাশাপাশি বাস্তব জীবনেও কি মন দিলেন একে অপরকে? এই নিয়ে নিজেই মুখ খুললেন আরাত্রিকা। এক সাক্ষাৎকারে বললেন “সবাই ভাবে আমরা প্রেম করি, এসব আলোচনা হয়ে। আমরা সবই শুনি কিন্তু মজার ছলে নিই।” অন্য দিকে, আড্ডার মাঝেই সহ-অভিনেত্রী আরাত্রিকাকে জড়িয়ে ধরে অনির্বাণ স্পষ্ট করে বলেন, “আমরা শুধুই বন্ধু।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments