More
    Homeবিনোদনরীতেশ ও জেনেলিয়ার প্রেম কাহিনী - একটি প্রতিবেদন

    রীতেশ ও জেনেলিয়ার প্রেম কাহিনী – একটি প্রতিবেদন

    বিনোদন জগতে রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা খুবই পরিচিত মুখ। বিশেষ করে দুজনেই খুবই হাসি খুশি ও মিশুকে বলেই পরিচিত। তবে তাদের প্রেম জীবন কিন্তু দীর্ঘ দিনের ও রোমাঞ্চতে ভরা। বলিউডের সবথেকে মিষ্টি এবং হাসিখুশি অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন জেনেলিয়া ডিসুজা। তবে অনেকেই হয়তো জানেন না যে, মাত্র ১৬ বছর বয়সেই প্রেমে পড়েছিলেন তিনি। তা-ও আবার এক রাজ্যের মুখ্যমন্ত্রীর পুত্রের সঙ্গে গড়ে উঠেছিল সেই প্রেমের সম্পর্ক। সেই গল্পই আজকের প্রতিবেদনে শুনে নেওয়া যাক। বলিউড সূত্রে জানা যায়, মাত্র ১৬ বছর বয়সে বলিউড অভিনেতা রীতেশ দেশমুখের বিপরীতে ‘তুঝে মেরি কসম’ ছবিতে অভিনয় করেছিলেন জেনেলিয়া। এদিকে রীতেশের বাবা তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে। ফলে জেনেলিয়া প্রথম থেকে ভেবেই নিয়েছিলেন যে, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে তো, তাই হয়তো অহঙ্কারে মাটিতে পা পড়বে না রীতেশের’। কিন্তু একেবারে উল্টোটাই ছিলেন রীতেশ। দুজনেই পরে দুজনের প্রেমে। দুর্বার গতিতে চলে প্রেম। ওদের প্রেমের মাঝে কখনো তৃতীয় কেউ প্রবেশ করতে পারে নি।

     

    প্রায় ৯ বছর ডেটিংয়ের পরে অবশেষে ছাদনাতলায় গিয়েছিলেন এই তারকা যুগল। বিয়ের পরে অভিনয় জীবনে প্রবেশ করেছিলেন অভিনেত্রী। এই তারকা দম্পতির জীবনে এসেছে তাঁদের দুই পুত্র। এদিকে সংসার এবং সন্তানদের দেখভাল করার জন্য দশ বছরেরও বেশি সময় ধরে রুপোলি দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন জেনেলিয়া। তবে নিজের স্বামীর বিপরীতে অভিনয় করতে বছর দশেক পরে আবার এই জগতে প্রত্যাবর্তন করেছেন তিনি।

    দীর্ঘ বিরতির পর পর্দায় ফের জেনেলিয়াকে দেখার জন্য অত্যুৎসাহী তাঁর ভক্তরা। বলিউডে বহুলচর্চিত মিষ্টি জুটির মধ্যে অন্যতম রীতেশ-জেনেলিয়ার জুটি। আসলে যে কোনও অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় তাঁদের। শুধু তা-ই নয়, তাঁদের দুজনের রিলগুলিও তাঁদের মিষ্টি প্রেমের মতোই। এমনকী ইন্টারনেটে বহুবার ট্রেন্ডিংও হয়েছে তাঁদের রিল। রীতেশ-জেনেলিয়ার বিয়ের ১২ বছর কেটে গিয়েছে। তবে তাঁদের দাম্পত্য প্রেম একেবারে আগের মতোই রয়েছে

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments