Tuesday, May 30, 2023
HomeUncategorizedরুপার মনের মধ্যে ওঠা ঝড় ও কষ্টের কারণ কী বুঝতে পারবে কেউ?...

রুপার মনের মধ্যে ওঠা ঝড় ও কষ্টের কারণ কী বুঝতে পারবে কেউ? দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া

 

 

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। যা বর্তমানে বেশ ভালই টিআরপি ফল করেছে।সোনা রুপা দুজনেই একটি সুন্দর আবৃত্তি করে শিক্ষিকাদের মন জুড়িয়ে দিয়েছে। সবকিছু হয়ে যাওয়ার পরে শিক্ষিকারা মনে করিয়ে দেয় পরের দিন তাদের অ্যাসাইনমেন্ট আছে মাই ফ্যামিলি।

 

রুপা এতটাই বুদ্ধিমতী যে সে কাউকে বুঝতেই দিচ্ছে না যে সে কতটা কষ্টে রয়েছে ভিতরে ভিতরে। সবার সামনে হাসছে খেলছে পুতুল নিয়ে কিন্তু একটুকু জন্য হলেও কেউ ধরতেই পারছে না যে রুপার মধ্যে এতটা কষ্ট চলছে। ঠিক একইভাবে সূর্যেরও মন কেঁদে উঠছে রুপার জন্যে। সূর্য মনে মনে ভাবছে ওর বারবার কেন মনে হয় রুপা যে ওরই মেয়ে।

 

রুপা এখন খুবই কষ্টে রয়েছে তার মনের মধ্যে শুধু একটা কথাই চলছে যে কে তার বাবা। কিন্তু রুপা কিছুতেই বুঝতে দিচ্ছে না, কাউকে এর মধ্যে এতটা কষ্ট। রুপা মনে মনে বলে রুপার মা তো সবসময় শিখিয়েছে যে সত্যি কথা বলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments