More
    Homeবিনোদনরুপোলি পর্দাতেও ধরা দিয়েছেন সন্ন্যাসিনীর বেশে

    রুপোলি পর্দাতেও ধরা দিয়েছেন সন্ন্যাসিনীর বেশে

    রুপোলি পর্দাতেও ধরা দিয়েছেন সন্ন্যাসিনীর বেশে। পরনে গেরুয়া বর্ণের পোশাক। সঙ্গে রুদ্রাক্ষের মালা। কপালে তিলক। বাস্তব জীবনেও পুণ্যস্নানে মাতলেন তমন্না ভাটিয়া। তাঁর আসন্ন ছবি ‘ওডেলা ২’-এর ঝলক প্রকাশের অনুষ্ঠান উপলক্ষেই মহাকুম্ভে গিয়েছিলেন অভিনেত্রী। তবে অনুষ্ঠান শেষ করেই ক্ষান্ত থাকেননি তিনি। বরং দর্শনার্থীদের সঙ্গে ডুব দিলেন মহাসঙ্গমেও।

     

    মহাকুম্ভে গিয়ে ত্রিবেণি সঙ্গমে স্নান করে ফিরলেন তমন্না। সালোয়ার ও কুর্তায় অপরূপা হয়ে উঠেছিলেন তিনি। তবে তিনি একা নন, পুণ্যযাত্রায় অভিনেত্রীর সঙ্গ দেন তাঁর পরিবারও। কেমন অভিজ্ঞতা ছিল দক্ষিণী তারকার? কুম্ভেই একটি সংবাদমাধ্যমের কাছে আবেগ উজাড় করে দিয়েছেন তমন্না। তিনি বলেছেন, “জীবনে এমন সুযোগ এক বারই আসে। তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। বহু মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমারা সবাই আসলে আমাদের কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। প্রত্যেকেরই কিছু না কিছু বলার আছে। সবাই এখানে এসেছেন সেই উদ্দেশ্য নিয়েই। তাই এখানে আসার সুযোগ পেলে তা আর হাতছাড়া যায় না। সেই জন্যই সকলকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভাল লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।”

     

    সামনেই নতুন ছবির কাজ। সদ্যই মুক্তি পেতে চলেছে ‘ওডেলা রেলওয়ে স্টেশন’-এর সিক্যুয়েল। ‘ওডেলা ২’। তারই প্রচার ঝলকের প্রচারের জন্য সোজা মহাকুম্ভে আগমন। অভিনেত্রী নিজেকে খুবই ‘সৌভাগ্যবতী’ মনে করেছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments