More
    Homeঅনান্যরূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!

    রূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!

    সৌন্দর্যচর্চায় এই ফুলটির কদর এত বেশি কেন?

    যুগ যুগ ধরেই রূপচর্চায় গোলাপ ব্যবহৃত হয়ে আসছে। আসলে এই ফুলটির এমন কিছু ন্যাচারাল প্রোপারটিজ আছে, যা স্কিনকেয়ারে দারুণ বেনিফিট দেয়। চলুন দেখে নেই সেগুলো কী-

     

    গোলাপে আছে ভিটামিন সি যা স্কিনের কোলাজেন প্রোডাকশন বুস্ট করে

    এতে থাকা ন্যাচারাল এস্ট্রিঞ্জেন্ট (astringent) ত্বকের পি এইচ লেভেল ব্যালেন্স করতে হেল্প করে

    পিগমেন্টেশন কমিয়ে স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে

    এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস যা প্রিম্যাচিউর এজিং সাইনস প্রিভেন্ট করে

    মাইল্ড এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে স্কিনের ডেড সেলস ক্লিন করে

    রূপচর্চায় গোলাপ

     

    রূপচর্চায় গোলাপ জল বা রোজ ওয়াটার

    রোজ ওয়াটার যে কতভাবে ইউজ করা যেতে পারে সেটা আমরা অনেকেই জানি না। টোনার হিসাবে, ফেইস মিস্ট হিসাবে, ফেইস প্যাকের সাথে মিক্স করে, লিপ স্ক্রাবের সাথে- এমন আরও নানা রকম পারপাসে ব্যবহার করা যায় Skin Cafe 100% Natural Rose Water Face and Body Mist। আমি শিওর, আমার মতো অনেকেই আছেন যাদের এই প্রোডাক্টটি ছাড়া চলেই না! যারা ইউজ করেছেন বা করছেন, তারা তো জানেনই এই রোজ ওয়াটারটি কতটা বেনিফিসিয়াল। যারা এখনও ট্রাই করেননি, তাদের জন্য ছোট্ট করে রিভিউ শেয়ার করছি।

     

    ১) সাভারের বিখ্যাত গোলাপ গ্রাম থেকে বেস্ট কোয়ালিটির গোলাপ সংগ্রহ করে স্টিম ডিসটিলেশনের মাধ্যমে রোজ ওয়াটার প্রস্তুত করা হয়। এটা ১০০% পিওর ও ন্যাচারাল।

     

    ২) সব ধরনের স্কিনেই স্যুট করে। এতে কোনো আর্টিফিসিয়াল কালার বা হার্মফুল ক্যামিকেল নেই, তাই সেনসিটিভ স্কিনেও ব্যবহার করা যাবে।

     

    রোজ ওয়াটার

     

    ৩) টোনিং এর জন্য ফেইস ওয়াশ দিয়ে স্কিন ভালোভাবে ক্লিন করে রোজ ওয়াটার স্প্রে করে নিতে পারেন। মেকআপ শুরুর আগে স্কিন প্রিপেয়ারের সময় রোজ ওয়াটার স্প্রে করে নিলে বেইজ মেকআপ ফ্ললেস দেখাবে।

     

    ৪) এসি তে লং টাইম ধরে থাকার কারণে বা আবহাওয়ার প্রভাবে স্কিন ডিহাইড্রেটেড ফিল হতে পারে। এক্ষেত্রে কুইক ফিক্স সল্যুশন হতে পারে রোজ ওয়াটার! জাস্ট একটু দূর থেকে ফেইসে স্প্রে করে নিন, নিমিষেই পাবেন ফ্রেশ ও হাইড্রেটেড লুক।

     

    রোজ পেটাল পাউডার

    গোলাপ জল নিয়ে তো জানা হলো, এবার আসি গোলাপের পাপড়ির ফেইস মাস্ক নিয়ে। সাপ্তাহিক স্কিনকেয়ারে অন্তত একদিন প্রাকৃতিক উপাদানের ফেইস মাস্ক বা প্যাক ব্যবহার করলে স্কিন হবে উজ্জ্বল ও কোমল।  Rose Petal Powder আমার হলিগ্রেইল প্রোডাক্ট। ত্বকের ধরন অনুযায়ী রোজ পেটালের DIY ফেইস প্যাক বানিয়ে অ্যাপ্লাই করুন, ডিফারেন্সটা নিজেই বুঝতে পারবেন। আগে চলুন জেনে নেই রাজকন্যা রোজ পেটাল পাউডারের স্পেশালিটি কী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments