রেড রোডে উৎসবের কার্নিভাল। আর সেইদিনই সকালে শহর ছেড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অতীতে এই কার্নিভালে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে উপস্থিত থাকতে দেখা গেলেও, এবার নেই। অনেকেই মনে করছেন বিতর্ক এড়াতেই যাননি সৌরভ। তবে আমন্ত্রণ রক্ষা করে কার্নিভালে গিয়েছেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত ও ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। দু’জনেই দেখেছেন কার্নিভাল। এর আগে যুবভারতীতে ডার্বি বাতিলে দু’দলের সমর্থকরা একসঙ্গে বিক্ষোভ দেখিয়ে নিগৃহীত হলেও, সে’সময় হাজির হননি এই দুই কর্তা। পরবর্তীকালে ডুরান্ডের ম্যাচ ফিরিয়ে আনার আবেদন করেন তাঁরা। ডার্বির আবহে যখন দুই শিবির প্রস্তুতি সারছে, তখন দুই কর্তাকেই একমঞ্চে দেখা গেল উৎসবের কার্নিভালে।