সোমবার বিকালে বিধ্বংসী আগুন লাগে কয়লাঘাটার রেল অফিসে। রাত১১ টা নাগাদ সাত জনের মৃত্যুর খবর মেলে। রেলে ভবনে আগুন নিয়ন্ত্রনে আসে ১০ ঘণ্টা পড়ে। সোমবার সন্ধ্যা ৬.১০ মিনিটে আগুন লাগার পর। মঙ্গলবার ভোর ৪.১০ নাগাদ আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাণ গিয়েছে ৯ জনের। পাশাপাশি প্রভাব পড়েছে রেলের টিকিট বুকিংয়েও।
জানা গিয়েছে এই আগুন লাগার ফলে রেলের সার্ভার রুমে আগুন লাগে। এর জেরেই বিপর্যস্ত হয়ে পড়েছে অনলাইন টিকিট বুকিং এর ব্যবস্থা। পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় এই আগুনের জেরে অনলাইন রিজার্ভেশন বন্ধ রয়েছে। আপাতত বন্ধ রয়েছে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের বুকিং। শুধুমাত্র এমারজেন্সি সার্ভিস চালু করা হয়েছে। বাকি পরিষেবা ঠিক হতে সময় লাগবে বলে খবর মিলছে।