একলাফে প্ল্যাটফর্ম টিকিটের দাম ২০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করল ভারতীয় রেল। এতদিন প্ল্যাটফর্মে প্রবেশ করলেই ১০ টাকা ছিল টিকিটের দাম, যা বাড়িয়ে ৩০ টাকা করে দিল ভারতীয় রেল। এর পাশাপাশি স্বল্প দূরত্বের লোকাল ট্রেনের ভাড়াও বাড়ানোর কথা বলা হয়েছে। লোকাল ট্রেনে ন্যুনতম ১০ টাকার টিকিটের দাম বাড়িয়ে ধার্য করা হল ৩০ টাকা। কোভিড পরিস্থিতিতে ভারতীয় রেলের আয় প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই পরিপ্রেক্ষিতে বেশ কয়েক মাস ধরেই রেলের অধিকর্তারা আলোচনা চালাচ্ছিল স্বল্প দূরত্বের লোকাল ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে। সারা দেশে এখনও করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। রেল স্টেশনে বিনা কারণে যাতে অতিরিক্ত ভিড় না হয় সেই জন্যই আরও প্ল্যাটফর্মের টিকিটের দাম বৃদ্ধি করা হল। স্বল্পদূরত্বের ট্রেনের ক্ষেত্রেও অতিরিক্ত ভিড় যাতে না হয় এই বিষয়গুলিকে মাথায় রেখেই শেষপর্যন্ত টিকিটের দাম বাড়ানো হয়েছে বলে মত রেলের অধিকর্তাদের।