More
    Homeরাজনৈতিকরেশন কার্ডে আরও কড়া! এবার মোবাইলেই আসবে রেশনে প্রাপ্য চাল-ডালের লিস্ট

    রেশন কার্ডে আরও কড়া! এবার মোবাইলেই আসবে রেশনে প্রাপ্য চাল-ডালের লিস্ট

     

    কলকাতা, ৭ জুন, ২০২৪:

    দুর্নীতি রোধে আরও কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রেশন কার্ড ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবার গ্রাহকদের মোবাইলেই দেওয়া হবে তাদের প্রাপ্য চাল-ডালের তালিকা।

    কীভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা?

    প্রতিমাসে বরাদ্দকৃত খাদ্যশস্যের তালিকা আপডেট করা হবে।
    রেশন কার্ড হোল্ডারদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।
    এই এসএমএস-এ থাকবে সেই মাসে কত চাল ও ডাল পাওয়ার কথা তাদের।
    গ্রাহকরা সরাসরি এই মেসেজ দেখিয়ে রেশন দোকান থেকে তাদের প্রাপ্য খাদ্যশস্য নিতে পারবেন।

    এই পদক্ষেপের সুবিধা:

    রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
    দুর্নীতির সুযোগ কমে যাবে।
    গ্রাহকরা সঠিকভাবে তাদের প্রাপ্য খাদ্যশস্য পাবেন।
    লাখ লাখ রেশন কার্ড হোল্ডারের উপকার হবে।
    কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

    যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা তাদের নিকটতম রেশন দোকানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
    রেজিস্ট্রেশনের সময় একটি সক্রিয় মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক।
    কবে থেকে শুরু হবে এই নতুন ব্যবস্থা?

    নতুন ব্যবস্থাটি 1 জুলাই, 2024 থেকে চালু হওয়ার কথা রয়েছে।
    এই নতুন পদক্ষেপের মাধ্যমে রেশন ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও দক্ষতা আসবে বলে আশা করা হচ্ছে।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments