More
    Homeজাতীয়রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের! দেওয়ালি থেকে মিলতে পারে তেল, ডাল

    রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের! দেওয়ালি থেকে মিলতে পারে তেল, ডাল

    রেশন নিয়ে বড় ঘোষণা করার দিকে এগোচ্ছে কেন্দ্র। সূত্রের খবর বাজারের তুলনায় কিছুটা কম দামে রেশন দোকানের মাধ্যমে ডাল ও ভোজ্যতেল সরবরাহ করতে চাইছে কেন্দ্র। মূলত আমজনতার মন ভেজাতেই এই বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেওয়ালি থেকেই এই নয়া উদ্যোগ কার্যকরী হতে পারে। ওয়াকিবহাল মহলের মতে, আাগামী বছরই দেশের পাঁচটি রাজ্যে নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি এনিয়ে অঙ্ক কষা শুরু করেছে। তবে জিনিসপত্র মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে প্যাঁচে ফেলতে চাইছেন বিরোধীরা। সেকারণেই হিসাব কষে পা ফেলছে বিজেপি। উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গুজরাট সহ পাঁচ রাজ্যের নির্বাচনের আগে রেশন ডিলারদের পুরানো দাবিকে আরও একবার বিবেচনা করতে চাইছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক।

    সূত্রের খবর, পশ্চিমবঙ্গকে পাইলট প্রজেক্ট হিসাবে বিবেচনা করা হতে পারে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স অ্যাসোসিয়েশনের দাবি, শীঘ্রই রেশনে ডাল ও ভোজ্য তেল বিক্রি শুরু হবে। পশ্চিমবঙ্গকেও পাইলট প্রজেক্ট হিসাবে ঘোষণা করা হতে পারে। দেওয়ালির সময় থেকেই তিন ধরনের মুসুর ও অড়হর ডাল রেশন মিলবে। মুসুর ডালের দাম ৬৫, ৬৭ ও ৬৯ টাকা কিলো হতে পারে। অড়হর ডাল ৮৬ ও ৮৮ টাকা কেজি হতে পারে। প্রথম ধাপে ডাল সরবরাহ করা হবে রেশন দোকান থেকে। পরের ধাপে ভোজ্য তেলও পাওয়া যাবে। এর জেরে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ রেশন গ্রাহকরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments