More
    Homeবিনোদনরোম্যান্টিক আবেশে অভিনেতা জীতু কমল জানালেন, ৬ বছর পর আবারও প্রেমে পড়লেন...

    রোম্যান্টিক আবেশে অভিনেতা জীতু কমল জানালেন, ৬ বছর পর আবারও প্রেমে পড়লেন তিনি

    বরফের কোলে ছুটে চলেছে গাড়ি। হাতে রাখা হাত। এমনই এক রোম্যান্টিক আবেশে অভিনেতা জীতু কমল জানালেন, ৬ বছর পর আবারও প্রেমে পড়লেন তিনি। সমাজমাধ্যমে নিজেই পোস্ট করে জানালেন সেই খবর।

    ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি অকপট না হলেও সম্প্রতি বেশ আলোচনার কেন্দ্রেই থাকছেন তিনি। কিছুদিন আগেই এক রহস্যময় নারীর সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা তুঙ্গে। নবনীতা দাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আবারও নতুন করে জীবন গুছিয়ে নিতে চলেছেন তিনি?

    সম্প্রতি জীতু ব্যস্ত তাঁর আগামী ধারাবাহিকের শুট নিয়ে। এই মুহূর্তে সুদূর কাশ্মীরে রয়েছেন তিনি। আর সেখান থেকেই ছবি পোস্ট দু’টি হাতের। ক্যাপশনে জ্বলজ্বল করছে লেখা, ‘অবশেষে ৬ বছর পর আবারও প্রেমে পড়লাম।’ ব্যক্তি জীবনে আসলেই কাউকে মন দিলেন অভিনেতা, না কি সবটাই ধারাবাহিককে কেন্দ্র করেই। ধারাবাহিকের নাম ‘তোমাকে ভালবেসে’। এই প্রসঙ্গে জানতে জীতুর কাছে আডিশনের তরফ থেকে ফোন গেলেও পাওয়া যায়নি অভিনেতাকে।

    অনুরাগীদের অনুমান, ওই রহস্যময়ী নারী আর অন্য কেউ নন, বরং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। দীর্ঘ বছর পর তাঁর হাত ধরেই ধারাবাহিকে ফিরছেন অভিনেতা। আবার অনেকে এটাও মনে করছেন ‘ভালবাসা’ বলতে দীর্ঘ বছর পর ধারাবাহিকে ফেরা কিংবা ভূস্বর্গ কাশ্মীরের কথাও ইঙ্গিত করতে পারেন তিনি। জীতু এই প্রসঙ্গে মুখ না খুললেও তাঁর এই পোস্ট জুড়ে রহস্য বহাল রয়েছে।

    উল্লেখ্য, এক সময় জীতু কমলের ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি নেটমাধ্যমে। নবনীতা দাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সম্পর্ক নিয়ে একাধিক কাটাছেঁড়া হলেও ব্যক্তিগত জীবনের থেকে কাজ নিয়েই বরাবর আলোচনায় থাকতে পছন্দ করেছেন অভিনেতা। খুব শীঘ্রই আবার ছোটপর্দায় দেখা যাবে জীতুকে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments