রোহিত না খেললে, ওপেনিংয়ে কে খেলবেন, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। গৌতম গম্ভীর বিকল্প ভেবে রাখলেও তা প্রকাশ করেননি। তবে রোহিত শর্মা একান্তই খেলতে না পারলে সুযোগ মিলতে পারে কেএল রাহুলের। অভিমন্যু ঈশ্বরণের নামও উঠে আসছে। সেক্ষেত্রে যশস্বীর সঙ্গে ওপেনিং পার্টনার কে হবেন, তা নিয়ে গম্ভীর বলেন, ‘ঈশ্বরণ দলে আছে, কে এল রাহুল দলে আছে। রোহিত যদি প্রথম টেস্ট ম্যাচে না খেলে, তাহলে আমরা ম্যাচের আগে সিদ্ধান্ত নেব। আমাদের দলে একাধিক ওপেনার আছে। এমন নয় যে আমাদের দলে ওপেনারের অভাব আছে।’ কেএল রাহুল প্রসঙ্গে আলাদাভাবে বলেন, ‘রাহুলের অভিজ্ঞতা প্রচুর। সে যেমন ওপেনিং করতে পারে, আবার তিন নম্বরেও ব্যাট করতে পারে, তেমনই আবার ছয় নম্বরেও পারে। রোহিতের বিকল্প হিসেবে তার কথা তো ভাবতেই হবে।’ এদিকে আবার প্রস্তুতি ম্যাচে ভাল খেলায় পারথ টেস্টের প্রথম একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে নাম লিখিয়ে ফেলেছেন ধ্রুব জুরেলও।