এর আগে ঘরের মাঠে কোনও ভারত অধিনায়কই ৩-০-এ সিরিজ হারেননি। রোহিত শর্মাই প্রথম অধিনায়ক হিসেবে সেই লজ্জার নজির গড়লেন। কামব্যাকের জন্য অস্ট্রেলিয়া সিরিজই ভরসা। সিনিয়রদের ব্যাটিং নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখনই জানা গেলে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ খেলা সংশয়ের রোহিত শর্মার। ক্যাপ্টেনকে শুরুতে না পাওয়া ভারতীয় শিবিরের জন্য বড় ধাক্কা হবে নিঃসন্দেহে। জানা গেছে, রোহিত ও ঋতিকার সংসারে আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয়বার বাবা হবেন রোহিত। সেই কারণেই স্যার ডনের দেশে হতে চলা সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত। অস্ট্রেলিয়া-ভারতের পারথ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। রোহিত খেলতে না থাকলে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ। শেষ পাঁচ টেস্টে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র এক ফিফটি। এর মধ্যে ৬ ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।