সবটাই ‘যদি’ আর ‘সম্ভবত’। রোহিত শর্মা একান্তই সিরিজের শুরু থেকে খেলতে না পারলে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। পন্টিং আগেই বলেছিলেন, কামিন্স যদি পারে, তাহলে বুমরাহ পারবে না কেন! এই সিরিজে বুমরাহকেই সহ অধিনায়কও করা হয়েছে। গম্ভীর অবশ্য জানিয়েছেন, রোহিত শর্মা টেস্ট সিরিজে খেলবেন কিনা তা নিয়ে এখনও পরিষ্কার জানেন না। বলেন, ‘রোহিত প্রথম টেস্টে খেলবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। পরিস্থিতি কী দাঁড়াচ্ছে, সে বিষয়ে আমরা যথা সময়ে জানিয়ে দেব।’ তিনি আরও বলেন, ‘রোহিত যদি না খেলে, তাহলে পারথে দলকে নেতৃত্ব দেবে বুমরাহ।’