লকডাউনের ২১ জুন থেকে ৩০ জুলাইয়ের মধ্যে যে সমস্ত ট্রেন বাতিল হয়েছিল, তার রিজার্ভেশনের টাকা ফেরত দেওয়ার সময় বাড়িয়ে দিল রেলমন্ত্রক। রেলের বিবৃতিতে বলা হল, ২০২০ সালের ২১ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত কাউন্টার থেকে কেনা টিকিটের মূল্য ফেরতের সময়সীমা যাত্রার দিন থেকে ছ’ মাস থেকে বাড়িয়ে ন’ মাস করা হয়েছে।
অতিমারির পরিস্থিতিকে মাথায় প্রথমে রেখে ছ’ মাস করা হয়েছিল। এবার আরও তিন মাস বাড়ানো হল সময়সীমা।
এই সিদ্ধান্তের কারণ হিসেবে রেলমন্ত্রক জানিয়েছে, আঞ্চলিক রেল দপ্তরের ক্লেইমস আধিকারিকের কাছে ছ’ মাস সময়সীমা পেরিয়ে যাওয়া বহু যাত্রীর আবেদন জমা পড়েছে। তাঁরা যাতে বঞ্চিত না হন, তাই ন’ মাস পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হল। তা ছাড়া, কোভিড পরিস্থিতিতে যাত্রীরা যাতে ভিড় করে অর্থমূল্য ফেরতের আবেদন করতে না আসেন তার জন্যও সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে আবেদনকারীদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। তবে শর্ত একটাই, একমাত্র রেলের টাইম টেবিলে উল্লিখিত ট্রেনগুলির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।