Tuesday, May 30, 2023
HomeUncategorizedলাথি মারলেন আইপিএস অফিসারের গাড়িতে! মামলা দায়ের করা হলো দক্ষিণী অভিনেত্রীর নামে

লাথি মারলেন আইপিএস অফিসারের গাড়িতে! মামলা দায়ের করা হলো দক্ষিণী অভিনেত্রীর নামে

 

 

সেলিব্রিটি হলেই যে সবকিছুতে মাপ হয়ে যাওয়া যায় না তা খুব সহজেই টের পেলেন দক্ষিণী অভিনেত্রী ডিম্পল হায়তি। ওই অভিনেত্রী এক আইপিএস অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করার ফলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও শুধু তার নামে নয় তার প্রেমিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

 

ঠিক কি ঘটেছিল সেই দিনকে? এত কান্ড হয়েছে একটা গাড়ি পার্কিং করা নিয়ে। অভিনেত্রী ডিম্পল এবং পুলিশ কর্তা দুজনেই হলেন হায়দ্রাবাদে অভিজত এলাকা জুবিলি হিলস এর বাসিন্দা। আর সেখানেই গাড়ি পার্কিং করতে গিয়ে অশান্তিতে জড়িয়ে পড়েছিলেন ওই পুলিশকর্তা ও তার গাড়ি চালকের সঙ্গে অভিনেত্রী ও তার প্রেমীক ভিক্টর।

 

সূত্র অনুযায়ী খবর পাওয়া গিয়েছে ওই আইপিএস অফিসারের গাড়িতে ধাক্কা মারেন অভিনেত্রীর প্রেমিক। আবার এই ঘটনার প্রতিবাদ করতে অভিনেত্রী তার গাড়ির চালকের ওপর চরাও হন। শুধু তাই নয় অভিনেত্রী আবার সেই অফিসারের গাড়িতে লাথি মারেন। পার্কিং এরিয়ার সিসিটিভি ফুটেজ এর সূত্র ধরেই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৩৫৩ ধারা ৩৪১ ধারা ও ২৭৯ ধারায় মামলা রজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments