Tuesday, May 30, 2023
HomeUncategorized'লাভ জিহাদ' তকমা দিয়ে খোঁচা, স্বামীর পক্ষে সরব হলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য্য

‘লাভ জিহাদ’ তকমা দিয়ে খোঁচা, স্বামীর পক্ষে সরব হলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য্য

 

 

মুসলিম ধর্মাবলম্বী প্রেমিকের সঙ্গে বিয়ে করায়, দেবলীনা ভট্টাচার্যকে, ‘লাভ জিহাদ’ বলে কটাক্ষ করেছিলেন নেটপাড়ার জনৈক ব্যক্তি। এবার পাল্টা জবাবে সেই ব্যক্তিকেই সাম্প্রদায়িক মন্তব্য করার জন্যে পাঠ পড়ালেন অভিনেত্রী।

 

দেবলীনা ভট্টাচার্য “দ্য কেরালা স্টোরি” এবং আন্তঃ-সম্প্রদায়িক বিবাহের পক্ষে তার সমর্থনের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার বিবাহকে কেউ কেউ “লাভ জিহাদ” হিসাবে লেবেল করেছেন। বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী তার টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানান হরিদ্বারে মেয়েদের জন্য বিনামূল্যে এই চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন।

 

টুইটারে একজন ব্যক্তি দেবলীনকে খোঁচা মেরে জিজ্ঞাসা করেছিল যে দেবলেনাকে স্ক্রীনিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা, যেহেতু তিনি ছবিতে পক্ষে অভিনয় করেছেন, যদিও উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তার স্বামী মুসলিম। এসব মন্তব্য চোখ এড়ায়নি দেবলীনার।

 

সেই প্রসঙ্গে দেবলীনা বলেন, “আরেহ খান সাহেব, আমাকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন নেই। আমি এবং আমার স্বামী ইতিমধ্যেই ‘দ্য কেরালা স্টোরি’ দেখে নিয়েছি। দুজনেরই দারুন লেগেছে। প্রকৃত ভারতীয় মুসলিম দেখেছেন? আমার স্বামী তাদের মধ্যেই একজন। যিনি ভুলকে ভুল বলে বলার শক্তি ও সাহস দুটিই রাখেন।” প্রসঙ্গত, দেবলীনা ২০২০ সালে ডিসেম্বরে জিম প্রশিক্ষক শাহনওয়াজ শেখকে বিয়ে করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments