More
    HomeUncategorizedলাল কেল্লায় পতাকা উত্তোলন করে চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি, মোদীর গলায় ‘সার্জিকাল স্ট্রাইক’

    লাল কেল্লায় পতাকা উত্তোলন করে চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি, মোদীর গলায় ‘সার্জিকাল স্ট্রাইক’

    আজ দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। লাল কেল্লায় পতাকা উত্তোলন করে দেশের উদ্দেশ্যে ভবিষ্যৎ ভারতের জন্য বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিন এবং পাকিস্তানকে হুঁশিয়ারি দিতে সার্জিকাল স্ট্রাইক আর এয়ারস্ট্রাইকের প্রসঙ্গ তুলে আনেন মোদী। তিনি বলেন, ‘সার্জিকাল স্ট্রাইক আর এয়ারস্ট্রাইকের মাধ্যমে আমরা দেশের শত্রুদের একটা নতুন ভারতের বার্তা দিয়েছি। এটা জানানো হয়েছে যে ভারত কঠিন সিদ্ধান্ত নিতে পারে।’ লাদাখের উন্নয়ন নিয়েও এদিন কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘উত্তর-পূর্ব ভারত, হিমালয়ান অঞ্চল অর্থাৎ জম্মু-কাশ্মীর, লাদাখ এবং উপকূল অঞ্চল ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে উন্নতি দেখা যাচ্ছে। লাদাখে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

    লাল কেল্লায় পতাকা উত্তোলন করে চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি, মোদীর গলায় ‘সার্জিকাল স্ট্রাইক’

    Read More-স্বাধীনতা দিবসে মালদায় গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত ৪

    এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গোটা দুনিয়া ভারতকে নতুন দৃষ্টিতে দেখে বর্তমানে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। বিস্তারবাদী ক্ষমতার কড়া মোকাবিলাও করছে।’ এদিন মোদী আরও বলেন, ‘আমাদের প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকতে হবে। দেশকে আত্মনির্ভর করে তুলতে সকলকে উদ্যোগী হতে হবে। দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি, সেনার হাত মজবুত করতে চেষ্টায় কোনও ত্রুটি রাখব না।’

    Read More-৭৫ তম স্বাধীনতা দিবসে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢাকা পড়ল সাড়ে সাত হাজার বর্গফুটের তেরাঙ্গায়

    এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শতবর্ষের অমৃত মুহূর্ত আসতে এখনও ২৫ বছর বাকি। কিন্তু আমরা ততদিন থেমে থাকব না। ১০০তম বছরের স্বাধীনতা দিবস উদযাপনের সময় একটা নতুন ভারত তৈরি হবে, তা বদলানোর কাজ এখন থেকে শুরু করব। সবার সঙ্গে, সবার বিকাশ আর প্রত্যেকের চেষ্টায় আমরা লক্ষ্যে পৌঁছাব।’

    Read More-রিলায়্যান্স জিও ইনফোকম-কে ৮০০ মেগাহার্ত্‍জের ব্যান্ডউইড্‌থের স্পেকট্রাম বিক্রি করল ভারতী এয়ারটেল

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments