More
  HomeUncategorizedলাল সেলাম ছবিতে রজনীকান্তের সঙ্গে দেখা মিলবে ক্যাপ্টেন কপিল দেবের ও! 

  লাল সেলাম ছবিতে রজনীকান্তের সঙ্গে দেখা মিলবে ক্যাপ্টেন কপিল দেবের ও! 

   

  এবার ডবল ধামাকা। এবার সিনেমার পর্দায় একসাথে দেখা মিলবে থালাইবার রাজনিকান্ত ও তিরাশির বিশ্বকাপ জয়ী ভারতীয় ভারতীয় দলের ক্যাপ্টেন কবিল দেব-এর। তাও আবার রজনীকান্তের মেয়ে, ঐশ্বর্য রজনীকান্তের ‘লাল সালাম’ ছবিতে।

   

  এই খবর অনুরাগীদের সঙ্গে নিজেই ভাগ করে নিলেন রজনীকান্ত। কপিল দেবের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লেখেন তার কাছেএমন একজন কিংবদন্তি সঙ্গে কাজ করা খুবই গর্বের বিষয়। যিনি বিশ্ব দরবারে আমাদের দেশকে গর্বিত করেছেন।

   

  ইতিমধ্যে জানা যায় রজনীকান্ত কন্যা ঐশ্বর্য এর এই ছবিতে কোন চরিত্রে দেখা যাবে রজনীকান্ত ও কপিল দেব কে। দক্ষিণ ইন্ডাস্ট্রিতে জল পড়া রোডে এই ছবিতে কাজ করেই পেশাদার অভিনেতা রজনীকান্ত অভিনয় জগত থেকে বিদায় নেওয়া সিদ্ধান্ত নিয়েছেন।

  RELATED ARTICLES

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  - Advertisment -

  Most Popular

  Recent Comments