কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ভ্যাকেশনের ধুম লেগেছে তারকাদের মধ্যে। এবার দুবাইয়ের একটি করা একটি শ্যুটের ভিডিও সামনে এল অভিনেত্রী এনা সাহার।
স্পিড বোর্ডের ওপর মরু শহরের নীল সমুদ্রে ভেসে বেড়াচ্ছেন এনা। লেপার্ড প্রিন্টের ড্রেসের সঙ্গে হাই হিল বুট পরেছেন তিনি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও চলছে মানানসই মিউজিক।সম্প্রতি পাহাড়ের সামনে তোলা তাঁর অন্য ছবিগুলিও নজর কেড়েছে অনেকেরই।
সেই ছবি শেয়ার করে এনা লিখেছেন, “আকাশ আমার জন্যে একটি অসীম চলচ্চিত্র”। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকে এনা। কিছুদিন আগেই তাঁর শেয়ার করা বাথরুম সিরিজের ছবিগুলি রীতিমতো চর্চায় রয়েছে।হালকা পিচ রঙা বাথরোপ, হাতে ওয়াইন গ্লাস নিয়ে বাথ টাবের উপর এনার মোহময়ী লুকে, দিওয়ানা হয়েছেন অনেক তরুণেরা।
চলতি বছরটা একটু অন্যরকম এনার। কারণ এই বছরই খুলে ফেলেছেন নিজের প্রযোজনা সংস্থা। সেই হাউস থেকে মুক্তি পেয়েছে ‘এসওএস কলকাতা’, যেখানে মিমি চক্রবর্তী,নুসরত জাহান, যশ দাসগুপ্ত ছাড়াও অভিনয় করেছিলেন এনা নিজেও।


