More
    Homeঅফবিটলোবিয়া কারি রেসিপি

    লোবিয়া কারি রেসিপি

    উপকরণ

     25 মিনিট
     3 জনের
    1. 1.5 কাপ লোবিয়া
    2. 2 টো পেঁয়াজ কুচি
    3. 1 চা চামচ রসুন বাটা
    4. 1 চা চামচ আদা বাটা
    5. 2 টো টমেটো কুচি
    6. 4 টে কাঁচালঙ্কা কুচি
    7. 1 চা চামচ লাল গুরো
    8. 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুরো
    9. 1 চা চামচ হলুদ গুরো
    10. 1.5 চা চামচ কসুরি মেথি
    11. 1 চা চামচ গোটা জিরে
    12. পরিমান মতো অল্প ধনেপাতা কুচি
    13. স্বাদ মতো নুন আর চিনি
    14. 1 চা চামচ ঘি বা বাটার
    15. প্রয়োজন মতো সাদা তেল

    রান্নার নির্দেশ সমূহ

     

    1

     

    লোবিয়া আগের দিন রাতে ভিজিয়ে রেখে ছিলাম।

     

    2

     

    পরের দিন লোদিয়া পেশারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

     

     

     

     

    3

     

    পিঁয়াজ লঙ্কা কুচি লাল করে ভেজে নিতে হবে।

     

    4

     

    পেঁয়াজে,কসুরি মেথি দিয়ে আরো একটু ভাজতে হবে।

     

    5

     

    অন‍্য কড়াইয়ে তেল গরম করে আদা রসুন বাটা,টমেটো কুচি হলুদ,লাল লঙ্কা গুরো দিয়ে মশলা কষে নিতে হবে।

     

    6

     

    এবার কষা মশলা,পেঁয়াজ ভাজা,লোবিয়া সেদ্ধ, প্রয়োজন মতো জল দিয়ে 8,10 মিনিট পর ধনেপাতা কুচি দিতে হবে, অন‍্য আঁচে ঘি গরম করে গোটাজিরে,কাশ্মীরি লঙ্কা গুরো,লাল লঙ্কা গুরো ফোরণ দিতে হবে।

     

    7

     

    তৈরি হলো লোবিয়া কারি।এবার পরোটা রুটি সঙ্গে পরিবেশন করুন।লোবিয়া ভাতের পাতেও ভালো লাগে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments