শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার প্রথমে ৭.৩, ৭.৪ এবং পরে ৮.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নিউজিল্যান্ডের প্রত্যন্ত কেরমাদেক দ্বীপপুঞ্জের কাছে। বেশ কয়েকবার আফটার শকও অনুভূত হয়। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়, আতঙ্কে মানুষজন পাহাড়ের উঁচু স্থানে গিয়ে আশ্রয় নেন। পরে সুনামি সতর্কতা বাতিল করা হয়।
নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সকাল ৯টার আগে ৮.১ তীব্রতার ভূকম্পন অনুভত হয় নিউজিল্যান্ডের প্রত্যন্ত কেরমাদেক দ্বীপপুঞ্জের কাছে। তার আগে ৭.৩ ও ৭.৪ তীব্রতার ভূকম্পন অনুভুত হয়। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়। দ্বীপপুঞ্জের সর্বত্র সুনামির সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। আতঙ্কে মানুষজন নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেন। জদিও, পরে সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়।