More
    Homeখবরশখ করে নিজের পছন্দের জামার সাথে পড়বেন বলে সাদা জুতো কিনেছেন? সেই...

    শখ করে নিজের পছন্দের জামার সাথে পড়বেন বলে সাদা জুতো কিনেছেন? সেই সাদা রং কীভাবে ধরে রাখবেন জানুন

    নানা রঙের না না ধরণের পোশাকের সাথে মানানসই জুতো পড়তে কার না ভালো লাগে। আর যদি সাদা রঙের জুতো হয় তা যেমন দেখতেও ভালো লাগে তেমন পড়তেও। কিন্তু সাদা জুতো এক বার পরলেই, যা নোংরা হয় তারপর সেটি পরিষ্কার করা দুষ্কর হয়ে যায়। তার উপর ওই সাদা জুতো পরে রাস্তাঘাটে কাঁদায় পা পরে যায় বা জমা জলে পা পরে তাহলে তো কথাই নেই। তাহলে শখের জুতোজোড়া পরিষ্কার করবেন কী ভাবে?

     

    ১. প্রথমে জুতো পরিষ্কার করার ব্রাশ দিতে হালকা ঘষে ধুলো-ময়লা ঝেরে ফেলুন। তার পর উষ্ণ জলে তরল বা গুঁড়ো সাবান মিশিয়ে একটি দাঁত মাজার ব্রাশের সাহায্যে জুতোর ময়লা অংশগুলি হালকা করে ঘষে নিন। এতেই ময়লা উঠে যাবে। তার পর একটি ভিজে কাপড়ের সাহায্যে সাবান জল ও ময়লা মুছে দিন।

     

    ২. এক কাপ উষ্ণ জলে ১ চামচ বেকিং সোডা ও ২ চামচ সাদা ভিনিগার মিশিয়ে নিন। মিশ্রণটি দাঁত মাজার ব্রাশের সাহায্যে ময়লা জায়গায় লাগিয়ে কিছু ক্ষণ রেখে ঘষে নিলেও জুতো পরিষ্কার হয়ে যাবে। পুরো জুতোতে জল লাগানোর দরকারও হবে না।

     

    ৩. জুতোর ময়লা পরিষ্কার করতে ব্রাশের সাহায্যে মাজনও লাগিয়ে নিতে পারেন। নোংরা জায়গাগুলিতে মাজন লাগিয়ে কিছুক্ষণ রেখে, তার পর পরিষ্কার করে নিলেই জুতো ঝকঝকে হয়ে উঠবে।

     

    ৪. লেবু জল দিয়েও জুতোর দাগ তোলা যায়। একটি বাটিতে জল নিয়ে তাতে পাতিলেবুর রস মিশিয়ে নিতে হবে। সেই জলে ছোট্ট একটু কাপড় ডুবিয়ে জুতোর দাগ মুছে নিতে পারেন। পাতিলেবুতে অ্যাসিড থাকে। সেই অ্যাসিডের জন্যই দ্রুত ময়লা পরিষ্কার হয়ে যায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments