শতাব্দীপ্রাচীন দু’প্রধানের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই। কলকাতার দুই দল রয়েছে লিগ টেবলের একেবারে নীচের দুই স্থানে। আইএসএলে এখনও খাতাই খুলতে পারেনি ইস্টবেঙ্গল। অন্যদিকে মহমেডান শেষ তিন ম্যাচের হারে বিধ্বস্ত। আইএসএলে শনিবার এই প্রথম মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মহমেডান। আইএসএলে মাত্র ৪ গোল করে এরমধ্যেই ১২ গোল হজম করা হয়ে গেছে লাল হলুদ বাহিনীর। অন্যদিকে মহমেডান ৩ গোল দিয়ে ১১ গোল খেয়েছে। মহমেডানের আক্রমণ বিভাগ শক্তিশালী হলেও রক্ষণ একেবারেই মজবুত নয়। যা কাজে লাগাতে মরিয়া ইস্টবেঙ্গল। সাদা কালোর ঘানাইয়ান ডিফেন্ডার জোসেফ আজেই চোটের কারণে এই ম্যাচেও অনিশ্চিত। গত ৩ ম্যাচে ৯ গোল খাওয়ার পর গোলকিপার পদম ছেত্রীকে হয়তো এই ম্যাচে বসতে হতে পারে। ইস্টবেঙ্গলের দিয়ামান্তাকোস গোলে ফেরায় স্বস্তিতে সমর্থকরা। দলও ভুটানে ছন্দ ছিল। ফলে, মহমেডান ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চান অস্কার ব্রুজো। নিজের দল নিয়ে একই আশা মহমেডান কোচ আন্দ্রেই চেরনিশভের।