বেশ কিছুদিন ধরেই শত্রুতার সূত্রপাত। ফেব্রুয়ারীর শুরুতেই দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছায় যে ফেব্রুয়ারি মাসের গোড়াতেই জাভেদ আখতারের (Javed Akhtar) দায়ের করা মানহানি মামলায় কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির হুঁশিয়ারি দিয়েছিল মুম্বইয়ের আদালত। তবে মাস শেষ হওয়ার আগেই বদলে গেল ‘প্লট’। মধ্যস্থতা করে সেই মামলার নিষ্পত্তি করে নিলেন বলিউডের দুই তারকা। শুধু তাই নয়, কোর্ট চত্বরে হাসিমুখে একফ্রেমে ধরাও দিয়েছেন জাভেদ-কঙ্গনা। সুখবরটা কঙ্গনা রানাউতই দিলেন শুক্রবার। অনুরাগীদের কাছে যা নিঃসন্দেহে বিগ ফ্রাইডে নিউজ!
সাংসদ অভিনেত্রী জানালেন, “আজ আমি এবং জাভেদজি আমাদের আইনি লড়াই মিটিয়ে নিলাম। মধ্যস্থতাযর বিষয়ে জাভেদজি ভীষণই দয়ালু এবং প্রাণবন্ত। শুধু তাই নয়, আমার পরবর্তী সিনেমার জন্য গান লিখবেন বলেও কথা দিয়েছেন।” শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজেদের আইনজীবীর সঙ্গে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে পৌঁছন দুই তারকা। এরপর সেখানেই আলোচনার মাধ্যমে ২০২০ সালে দায়ের করা মানহানি মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন বলিউডের প্রবীণ গীতিকার।একেই বলে, সব ভালো তার, শেষ ভালো যার।