More
    Homeকলকাতাশনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ফিরলেন কলকাতায়

    শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ফিরলেন কলকাতায়

    বিলেত সফর শেষ। কলকাতায় ফিরলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শনিবার সন্ধ্যায় তিনি কলকাতায় ফিরে আসেন। বিমানবন্দরের বাইরে তৃণমূলকর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। দমদম বিমানবন্দরে নামতেই শুরু হয় তুমুল উচ্ছাস। স্লোগান উঠল বিমানবন্দরের বাইরে। দমদম বিমানবন্দরে নেমেই তিনি গাড়িতে উঠে পড়েন। 6বিশ্ব হৃদয় জয় করে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সু স্বাগতম মমতা বন্দ্যোপাধ্য়ায়। এমনই নানা ব্যানার নিয়ে হাজির ছিলেন তৃণমূল কর্মীকে। তাঁকে দেখেই উঠল দিদি দিদি ডাক।

     

     

     

    সবুজ কালিতে লেখা ব্যানারে তাঁকে স্বাগত জানানো হয়। তিনি সবাইকে দেখে হাসিমুখে হাত নাড়েন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেছিলেন প্রচুর দলীয় কর্মী, সমর্থক। সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বসিত। স্লোগান ওঠে – ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ!’ আসাযাওয়া ও লন্ডনে থাকা শেষে ৮ দিন পর মুখ্যমন্ত্রী শহরে ফিরছেন। ফলে দলীয় কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ থাকবে, সেটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রীও তাঁদের দেখে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করেন। তারপর গাড়িতে উঠে চলে যান।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments