Thursday, October 5, 2023
HomeUncategorizedশনিবার সারা দেশের সঙ্গে রাজ্যেও হতে চলেছে টিকাকরণ কর্মসূচি, নবান্ন থেকে ভার্চুয়ালি...

শনিবার সারা দেশের সঙ্গে রাজ্যেও হতে চলেছে টিকাকরণ কর্মসূচি, নবান্ন থেকে ভার্চুয়ালি পর্যবেক্ষণে মমতা

রাজ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কোভিশিল্ড। জেলায় জেলায় তার বন্টনও সম্পূর্ণ। আগামী ১৬ জানুয়ারি, শনিবার সারা দেশের সঙ্গে বাংলাতেও হতে চলেছে করোনার টিকাকরণ কর্মসূচি। ঐদিন সকাল ৯ টা থেকে রাজ্যের মোট ২০৪ টি জায়গায় হবে গণ টিকাদান। এই টিকাকরণ কর্মসূচির পুরোটাই নবান্ন থেকে ভার্চুয়ালি দেখবেন মুখ্যমন্ত্রী। এমনকী টিকা নেওয়ার পর কয়েকজনের সঙ্গে কথাও বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশজুড়ে এই করোনা টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে টিকাকরণের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আরজি কর, এনআরএস, স্কুল অব ট্রপিক্যাল, বেলেঘাটা আইডি-সহ কলকাতার সমস্ত হাসপাতালে পৌঁছে গিয়েছে কোভিশিল্ড।

প্রথম দফার রাজ্যে প্রায় ৭ লক্ষ ডোজ এসেছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, কলকাতা-সহ বাকি সমস্ত জেলায় ভাগ করে দেওয়া হয়েছে সেই ডোজ। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, সারা ভারতে ২৯৩৪ টি সাইট থেকে এই ভ্যাকসিন প্রদান হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, প্রথম দিনে ৩ লক্ষ স্বাস্থ্যসেবা কর্মী টিকা পাবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments