Sunday, September 24, 2023
Homeকলকাতাশনিবার হাওড়া ডিভিশনের একাধিক মেইল এক্সপ্রেস ও ৬৭টি লোকাল ট্রেন বাতিল

শনিবার হাওড়া ডিভিশনের একাধিক মেইল এক্সপ্রেস ও ৬৭টি লোকাল ট্রেন বাতিল

হাওড়া ডিভিশনে বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। শনিবার হাওড়াডিভিশনের একাধিক মেইল এক্সপ্রেস ও ৬৭টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। কোচ টার্মিনালে রূপান্তরিত করা হচ্ছে শালিমার ষ্টেশনকে । পাশাপাশি সাঁকরাইল ও আন্দুল স্টেশনের মাঝে তৈরি হচ্ছে রেল ওভারব্রিজ ।

এই কারণে শনিবার দুই ষ্টেশনের মাঝে পাওয়ার ব্লক করা হচ্ছে। এদিন বাতিল করা হচ্ছে ৬টি মেইল এক্সপ্রেস। চলবে না হাওড়া-ভুবনেশ্বর (Bhubaneswar), ভুবনেশ্বর-হাওড়া স্পেশাল, হাওড়া-পুরুলিয়া (Purulia) ও হাওড়া-দিঘা (Digha) স্পেশাল। বাতিল হচ্ছে হাওড়া থেকে সাঁতরাগাছি (Santragachi), খড়গপুর (Kharagpur), মেদিনীপুর (Midnapore), হলদিয়া (Haldia), পাঁশকুড়া (Panskura) শাখার বিভিন্ন লোকাল ট্রেন। পাশাপাশি সময়সীমা বদল করা হচ্ছে যশবন্তপুর (Yashwantpur), মুম্বই (Mumbai), আমদাবাদ (Ahmedabad), এরনাকুলাম (Ernakulam) শাখার দূরপাল্লা ট্রেনের।

এতগুলি ট্রেন বাতিল হওয়ার কারণে চরম ভোগান্তি পোহাতে হবে যাত্রীদের। বিশেষত হাওড়া ডিভিশনের যাত্রীদের লোকাল ট্রেন ধরার ক্ষেত্রে ভোগান্তি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments