শহরের পুরসভা এলাকার উচ্চবিত্ত এবং মধ্যবিত্তরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি। তাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন। বিস্ফোরক মন্তব্য বারাসাতের তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তিনি বলেন, যেসব জায়গায় বেশি ভোট পাওয়ার কথা, সেখানে ভোট পাননি তাঁরা। সেসব ভোট বিজেপিতে গিয়েছে। প্রবীণ তৃণমূল সাংসদের কথায়, কিভাবে এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে জল্পনা উড়িয়ে উনত্রিশটি আসন পায় তৃণমূল কংগ্রেস। বিজেপির বরাতে জোটে বারোটি আসন। যদিও ভোটের ফল বেরোবার আগে সমস্ত এগজিট পোলের ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবারের ভোটে বিজেপিই চালকের আসনে বসবে।
কিন্তু দোলাচলের মধ্যেই ফল বেরোবার পর দেখা যায় তৃণমূল কংগ্রেসই চালকের আসনে বসেছে। ভোটে হেরে যান দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিকের মতো হেভিওয়েট প্রার্থীরা। তবে ভোটের ফল বেরোনোর পর বিশ্লেষণে নামে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি এ রাজ্যের জন্য কিছুই করেনি। যদিও তারপরেও ভোট পেয়েছে।