More
    Homeবিনোদনশান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে অনুষ্ঠিত হল দুই দিনের উদয় শঙ্কর নৃত্য উৎসব

    শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে অনুষ্ঠিত হল দুই দিনের উদয় শঙ্কর নৃত্য উৎসব

    ৮ ডিসেম্বর কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের জন্মবার্ষিকী। শিল্পীকে স্মরণ করেই শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে অনুষ্ঠিত হল দুই দিনের উদয় শঙ্কর নৃত্য উৎসব। আয়োজনে ‘ওয়েস্টবেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন’। সহায়তায় ‘ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার’। এই নিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ এই উদ্যোগের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর, পার্বতী গুপ্ত, চন্দ্রোদয় ঘোষ, জোনাকি সরকার, প্রদীপ্ত নিয়োগী, অমিত অধিকারী প্রমুখ। শান্তিনিকেতনের সৃজনী শিল্প গ্রামে আয়োজিত হল ‘আলমোরা’, দুই দিনের উদয়শঙ্কর নৃত্য উৎসবে ( ৬ ডিসেম্বর এবং ৭ ডিসেম্বর, ২০২৪) অংশগ্রহণ করেছে রাজ্যের নানা প্রান্ত থেকে চব্বিশটি নাচের দল। উদ্বোধনী অনুষ্ঠানের দিন শিল্পী মমতা শঙ্কর বলেন, “কলকাতার বাইরেও ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন এর কাজের প্রচার এবং প্রসার, এর অন্যতম প্রধান লক্ষ্য। কলকাতার বাইরেও অনেক প্রতিভাবান শিল্পী, নৃত্য সংস্থা আছে যাঁরা সব সময় কলকাতায় এসে তাঁদের নৃত্য পরিবেশন করতে পারেন না। আবার অনেক কলকাতার সংস্থা আছে যারা কলকাতার বাইরে গেলে সেখানকার দর্শক তাঁদের কাজ দেখার সুযোগ পান। তাই কলকাতার বাইরেও এই আয়োজনের গুরত্ব অপরিসীম।” তিনি আরও বলেন, “ছেলেবেলায় বাবার অনুষ্ঠান সাইড উইঙ্গসে বসে বাবার নাচ দেখতাম। কোনও গ্রাম্য দৃশ্য থাকলে আমায় কোলে নিয়ে মঞ্চে একপাক ঘুরে নিতেন। অভিনয়টা বাবার থেকেই পেয়েছি। আমি খুব পুণ্য করেছিলাম গত জন্মে যে এমন মানুষদের বাবা-মা হিসেবে পেয়েছিলাম।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments