More
    Homeরাজনৈতিকশাসনে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে জোড়ালো বিস্ফোরণ

    শাসনে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে জোড়ালো বিস্ফোরণ

    ২১ এর বিধানসভা নির্বাচনের প্রহর গুনছেন রাজ্যবাসী। এরই মধ্যে সোমবার সকাল না হতেই বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার শাসনে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে জোড়ালো বিস্ফোরণে কেঁপে ওঠে শাসন থানার অন্তর্গত দাদপুর গ্রাম পঞ্চায়েতের পাথরা গ্রামে।

    অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সদস্য আরিফুল ইসলাম বাড়ির ছাদে বোমা শুকানোর কাজ চলছিল সেই সময় আচমকাই বিস্ফরণ হয়। ঘটনাস্থলে রয়েছে শাসন থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমার সরঞ্জম উদ্ধার হয়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পৌছেছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঘটনার পর থেকে বাড়ির লোকজন পলাতক।

    স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল নেতা কিছুদিন আগে আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছিলেন। আরাফুল ইসলাম নামের সেই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে বলে জানা গিয়েছে। তাঁরই বাড়ির উপরে রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ চলে। সকালে সেই বোমা রোদে শুকোতে দেওয়া হয়েছিল। তখনই বাড়ির ছাদে বিস্ফোরণ ঘটে। সোমবার সকালে ওই তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ ঘটে।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ির ভিতরে বোমা তৈরির কাজ চলছিল। বেশ কয়েকটি তাজা বোমা বাড়ির ছাদে শুকোতে দেওয়া হয়েছিল। অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিস। বাড়ির বিভিন্ন জায়গায় বিস্ফোরণের জেরে কালো ছোপ পড়েছে। বিস্ফোরণের পরই বাড়ির প্রতিটি ঘরে তালা লাগিয়ে উধাও হয়ে যায় আরাফুল ইসলাম। পুলিস মনে করছে, বাড়ির সামনে একটি পুকুরে বাকি বোমাগুলি ফেলা হয়েছে। সেই পুকুরে তল্লাশির তোড়জোর শুরু করেছে পুলিস।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments