ইরানে যুদ্ধ পরিস্থিতি। নিরাপত্তার কারণেই শেষপর্যন্ত খেলতে যায়নি মোহনবাগান। তবু শাস্তির হাত থেকে বাঁচল না সবুজ মেরুন ব্রিগেড। এএফসি-কে আবেদনও করলেও এসিএল-২ থেকেই বাদ দিয়ে দেওয়া হল মোহনবাগানকে। এএফসি-র প্রতিযোগিতার নিয়মানুযায়ী, এসিএল-২ প্রতিযোগিতার ৫.২ ধারা অনুযায়ী, মোহনবাগান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বলেই ধরে নেওয়া হবে। এবছর এসিএল ২-র আর কোনও ম্যাচে নামতে পারবে না মোলিনার দল। শুধু তাই নয়, প্রতিযোগিতার ৫.৬ ধারা অনুয়ায়ী, মোহনবাগানের খেলা আগের ম্যাচগুলো বাতিল বলে ধরে নেওয়া হচ্ছে। আর টুর্নামেন্টের ৮.৩ ধারা অনুযায়ী, মোহনবাগানের পয়েন্ট ও গোলও বিচার্য হবে না। ফলে গ্রুপটি এখন তিন দলের। ২ অক্টোবর তাবরিজে মোহনবাগানের সঙ্গে ম্যাচ ছিল ইরানের ক্লাব ট্র্যাক্টরের। তবে এএফসি-র এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কমিটির অধীনে যাবে। পরিস্থিতি দেখে, সেখানে এই শাস্তি লঘুও হতে পারে। মোহনবাগানও আইনি পরামর্শ নিচ্ছে।