Monday, May 29, 2023
HomeUncategorizedশাহরুখের ছবিতে অভিনয় করতে নারাজ আল্লু অর্জুন! এমনটাই কি সত্যি? জানুন বিস্তারিত

শাহরুখের ছবিতে অভিনয় করতে নারাজ আল্লু অর্জুন! এমনটাই কি সত্যি? জানুন বিস্তারিত

 

 

সম্প্রতি নেট মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, বিখ্যাত বলিউড তারকা শাহরুখ খানের সাথে দেখা হয়েছে দক্ষিণ এর তারকা আল্লু অর্জুন এর। তবে কি তারা সত্যিই একে অপরের সাথে কাজ করছেন একই পর্দায়!

 

খবর সূত্রে জানা গেছে, বিশ্বজুড়ে ৯৫০ কোটি টাকা আয় এই ছবির। ৫৭ বছরেও তাই নতুন করে সিক্স-প্যাক অ্যাবসে তাঁকে দেখে এখনও বিমোহিত হয়ে পড়েন অনুরাগীরা।

 

এমন কথা উঠেছিল আগেও! শোনা গিয়েছিল শাহরুখের ছবি জওয়ানে অভিনয় করতে নারাজ অভিনেতা আল্লু অর্জুন। তবে সমপ্রতি নেট মাধ্যম সূত্রে সামনে এলো নতুন গুঞ্জন।, জানা গেছে শাহরুখের সঙ্গে ‘জওয়ানে’ অভিনয় সেরে ফেলছেন পুষ্পা! গত সপ্তাহেই শাহরুখের সঙ্গে জুটি বেঁটে শুটিং ফ্লোর কাঁপিয়েছেন আল্লু। সূত্র থেকে পাওয়া গেছে এমনই খবর।

 

তবে কবে মুক্তি পেতে চলেছে এই সিনেমা, তা নিয়ে

কোনও খবর এখনও প্রকাশ্যে আসে নি। আপাততো সামনে এসেছে আগত সিনেমার এক পোস্টার। যা দেখেই অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments