“শাহরুখের সঙ্গে ‘স্বামী-স্ত্রী’র সম্পর্ক!”, অন্য দিকে সলমন খানকে নিয়ে কথাই বলতে ইচ্ছুক নন অভিজিৎ ভট্টাচার্য! কেন এমন চটলেন জনপ্রিয় গায়ক? বলা বাহুল্য, দীর্ঘ দিন শাহরুখের জন্য আর প্লেব্যাক করেননি অভিজিৎ। তবে এক সময় একসঙ্গে জুটি বেঁধে কম হিট গান দেননি তাঁরা। ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’, ‘চাঁদ তারে’ থেকে শুরু করে ‘বাদশাহ’ ছবির টাইটেল সং, কী না নেই ঝুলিতে! সময়ের চাকা ঘুরতেই শোনা গিয়েছিল সম্পর্কে নাকি চিড় ধরেছে অভিজিৎ এবং শাহরুখের। তবে সে সব এখন অতীত, সম্প্রতি শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হলেন গায়ক। বললেন শাহরুখের সঙ্গে নাকি তাঁর ‘স্বামী-স্ত্রী’র সম্পর্ক। জানানেন কিং খান হলে ভিন্ন ক্লাসের মানুষ। কিন্তু অপর দিকে সলমন খানের নাম মুখেই আনতে চাইলেন না তিনি। গায়কের স্পষ্ট জবাব, “সলমন এখনও সেই তালিকায় নেই, যাঁদের নেই আমি চর্চা করব। তাঁর সম্পর্কে আমার সঙ্গে কথা না বলাই ভাল।”