Wednesday, June 7, 2023
HomeUncategorizedশাহরুখ খানকে পিছনে ফেলে এগিয়ে গেলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন!

শাহরুখ খানকে পিছনে ফেলে এগিয়ে গেলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন!

বলিউড কে ভুলে এখন দেশের দক্ষিণী ছবির রমরামা। অবশ্য শুধু দেখি নাই আন্তর্জাতিক স্তরেও জায়গা করে নিয়েছে দক্ষিণ ভারতীয় ছবি। ‘আরআরআর’ ‘পুষ্পা’, ‘কানতারা’ এর মত ছবিগুলি বক্স অফিস থেকে সমালোচক মহল সর্বত্রই সারা জাগিয়েছে। প্রিয় তারকার তকমা পেয়েছেন অভিনেতা রামচরণ আল্লু অর্জুনের মতো অভিনেতারা।

জনপ্রিয়তার কারণে এবার বলিউডে ও দেখা মিলবে দক্ষিণী অভিনেতাদের। বলিউড পরিচালকরা মুখিয়ে রয়েছেন এইসব সুপারস্টার দের সঙ্গে কাজ করার জন্য। এই পথেই হাঁটছেন তা ইম্মর্টাল অশ্বথামা’র নির্মাতা। যেই ছবিতে আল্লু অর্জুনকে পেতে মরিয়া হয়ে রয়েছেন ছবির প্রযোজক ও পরিচালক।

যদিও দুই হাজার কুড়ি সালে ঘোষণা করা হয়েছিল ছবির। এবং ছবির মুখ্য চরিত্রের অভিনেতা হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল ভিকি কৌশলের। তবে কিছু সপ্তাহ আগে শোনা যায়, মুখ্য চরিত্রের দিকে নয় দেখা যাবে রণবীর সিং কে। এবং তারপরে এও জানা যায় নাকি বাদ পড়ে গেছেন রানরানবীরও। এরপরে শাহরুখ খানের নাম এলেও এখন খবর সবাইকে ছাপিয়ে অসত্য আমার চরিত্রে অভিনয় করার জন্য এগিয়ে রয়েছেন দক্ষিণী তারকা আল্লু আর্জুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments