শাহরুখ খানের হাতে কষিয়ে চড় খেয়েছিলেন হানি সিং! ১২ বছর আগে সুদূর আমেরিকায় কী ঘটনা আসলে ঘটেছিল সেই দিন? চড়-কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় র্যাপার। ঘটনাটির সূত্রপাত ২০১৩ সালে। সেই সময় সমাজমাধ্যম ছেয়ে গিয়েছিল ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে হানির ‘লুঙ্গি ডান্স’ গানের মাধ্যমে। আর এর পরেই খবর ছড়ায়, দুর্ব্যবহার করার জন্য নাকি হানি সিংহকে সপাটে চড় মেরেছেন শাহরুখ। সত্যিই কি তাই? আমেরিকার এক অনুষ্ঠানে কী ঘটেছিল সেই দিন? হানি জানিয়েছেন এই ঘটনা নাকি একেবারেই সত্যি নয়। তিনি বলেন সেই দিন তিনি খুবই ক্লান্ত ছিলেন এবং অনুষ্ঠান করার ক্ষমতাই অবশিষ্ট ছিল না তাঁর মধ্যে। বহু চেষ্টার পরেও অনুষ্ঠান বাতিল করা হচ্ছিল না। শেষে মাথা কামিয়ে নিলেও কোনও ফল না মেলায় নিজেই নিজেকে আঘাত করেন হানি। যার কারণে সেলাইও পড়ে মাথায়। হানি স্পষ্ট জানিয়ে দেন এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্কই নেই বাদশার।